শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক:
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন । আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও হেল্থ ইনস্পেক্টর সেকটোরাল এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাটোর শাখার সভাপতি শাহ আলম, সম্পাদক মতিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক আফজাল হোসনসহ অন্যান্যরা। বক্তারা তাদের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করার দাবী জানান। দাবী না মানা পর্যন্ত তাদের এই কর্মসুচি চলবে বলেও জানান, বক্তারা। একই দাবীতে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হচ্ছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …