সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইয়াবাসহ এক যুবক আটক

নাটোরে ইয়াবাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ইয়াবাসহ কামরুল শেখ (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে শহরের স্টেশন এলাকায় ফ্রেন্ডস ফিলিং ষ্টেশন এলাকা থেকে ২৮৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। কামরুল শেখ সিংড়া উপজেলার ইন্দ্রাসন গ্রামের রফিক শেখের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশন বাজারে অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সংরক্ষণ এবং বিক্রয়কালে ২৮৪ পিস ইয়াবাসহ কামরুল কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ইয়াবা সংরক্ষণ এবং বিক্রয়ের কথা জনসমক্ষে শিকার করে।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …