শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গা ইউএনও’র অভিযানে অবৈধ মাছ ধরার স্থাপনা উচ্ছেদ

নলডাঙ্গা ইউএনও’র অভিযানে অবৈধ মাছ ধরার স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিবেদক:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের মোহনপুর দাঁড়ায় অবৈধ ভাবে তৈরী বাঁশের স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ২৫ নভেম্বর বুধবার দুপুর ২টা থেকে রাত পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান চলে।

অভিযান শেষে জব্দকৃত জাল-বানা পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত প্রায় ৮০টি বাঁশ ও খুটি মৎস্য অভয়াশ্রমে ব্যবহারের জন্য নলডাঙ্গা মৎস্য অফিসের নিকট প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নলডাঙ্গা মৎস্য অফিস সার্বিক সহযোগিতা প্রদান করে।

এসময় ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, যেকোনো ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …