রবিবার , এপ্রিল ২০ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সাংবাদিকদের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে সাংবাদিকদের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সাংবাদিকদের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে শহরের ওপর বাজারস্থ মহিলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সিমা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক বিজলী রেজা, এক নম্বর সিনিয়র সদস্য প্রভাতী বসাক প্যানেল আইনজীবী ও লিগ্যাল এইড সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন প্রমুখ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২০ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন,ডিবিসি নিউজ এর নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী প্রমুখ। ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২০ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মহিলা পরিষদের পক্ষ থেকে এ বছরে নারীদের সহায়তায় কী ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা তুলে ধরা হয়।

আরও দেখুন

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *