মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রাখতে’

‘এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রাখতে’

নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ মহামারীর ধাক্কা বিশ্ব অর্থনীতিতে লাগলেও সরকার চেষ্টা করেছে অর্থনীতির চাকা সচল রাখতে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব করোনা মহামারীর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। সেই করোনাভাইরাসের সময়ও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় সেতু ও পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেভাবে করার আয়োজন ছিল, সেভাবে আমরা করতে পারিনি। কারণ এরই মাঝে করোনাভাইরাসের অক্রমণ… শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে। এ ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের যে উন্নয়ন কাজগুলো চলছে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটার পর একটা সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারে আসার পর সারা দেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, যার ফলে অর্থনীতির চাকা ব্যাপক সচল।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকারে আছে বলেই দেশের মানুষের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

‘আজকে দারিদ্র্যসীমা আমরা কমিয়ে আনতে পেরেছি। মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি, কর্মসংস্থান বেড়েছে। একেবারে গ্রাম পর্যন্ত যে মানুষের জীবন মান উন্নত করা যায়, সেটিও আমরা প্রমাণ করেছি।’

অনুষ্ঠানে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর ৬০০.৭০ মিটার দীর্ঘ এলাংখালী সেতু, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ৫৭৬.২১৪ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতু এবং যশোর জেলার অভয়নগর উপজেলায় যশোর-খুলনা সড়কে ভৈরব নদীর ওপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …