শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / উত্তরায় ৩১ হাতবোমা : আরও ৪ জন গ্রেফতার

উত্তরায় ৩১ হাতবোমা : আরও ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

শনিবার (২১ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের (ডিবি) একটি টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জ্বল মিয়া (২৪)। তারা সবাই উত্তরা পশ্চিম থানায় পুলিশের দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা হয়।

সূত্র: জাগো নিউজ

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …