সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

লালপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গলায়  ওড়না পেচিয়ে মাবিয়া বেগম (৫১) নামের এক  গৃহবধু আত্মহত্যা করেছে। 
শুক্রবার রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে মমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার মমিনপুর গ্রামের আফজের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পরিবারের সকলের অঘোচরে মাবিয়া বেগম তার নিজ ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে জড়িয়ে থাকে। পরে তার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন লালপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …