মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় মনোনয়ন প্রত্যাশী সাহেব আলীর মোটর সাইকেল শোভাযাত্রা

নলডাঙ্গায় মনোনয়ন প্রত্যাশী সাহেব আলীর মোটর সাইকেল শোভাযাত্রা

দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও পৌরবাসীর সাথে মতবিনিময় করেন মেয়র প্রার্থী সাহেব আলী

বিশেষ প্রতিবেদক:
পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নাটোরের নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী মটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। নলডাঙ্গা পৌরসভা এলাকায় নেতাকর্মীদের নিয়ে শোডাউন, গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ সাহেব আলী।

আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে সম্পূর্ণ পৌর এলাকায় মোটর শোভাযাত্রা শেষে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে পৌরবাসীর সাথে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শহীদ নজমুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, পৌরসভার মহিলা কাউন্সিলর দুলালি বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, পৌর যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলন, সাধারণ সম্পাদক এস এম সাদী প্রমূখ।

মতবিনিময় সভায় সাহেব আলী বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ও কৃষি উন্নয়নে ভূমিকা রাখব। উন্নয়ন মূলক কাজে কোথাও ৩ বা ৪ নাম্বার ইট দিয়ে কোন কাজ হবে না। পাশাপাশি ডেংগু মশা নিধন, শিক্ষা উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিব। এছাড়া বয়স্ক ভাতা সহ যকোন ধরনের কার্ডে কাউকে কোন রকম অতিরিক্ত টাকা নিতে দিব না।

আরও দেখুন

গুরুদসপুরে বিনামূল্যে বীজও সার বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ,গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের …