নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য দৌড় ঝাঁপ শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা । পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ, মোটর সাইকেল শোডাউন ও পথসভা সহ উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের পক্ষে প্রচার – প্রচারনা করেছেন তাঁরা ।
পৌরসভা এলাকায় বিভিন্ন দালান ঘরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে ও বিভিন্ন জায়গায় ব্যানার টাঙ্গিয়ে নিজেদের পক্ষে প্রচার- প্রচারনা করছেন মনোনয়ন প্রত্যাশীরা । ক্ষমতাশীল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা ও জেলা সহ কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করছে মেয়র পদপ্রার্থীরা ।
অন্যদিকে নির্বাচনী মাঠে বিএনপির দলীয় মনোনয়ন পেতে নির্বাচনীয় মাঠে নেমেছে মেয়র পদপ্রার্থীরা । তবে তাদের কে নির্বাচনীয় মাঠে তেমন দেখা যাচ্ছে না । গোপালপুর পৌরসভা এলাকায় বিভিন্ন চায়ের দোকান ও সেলুন সহ আজিমনগর রেলওয়ে স্টেশন নির্বাচনকে কেন্দ্র করে চলেছে নানা প্রকার গুঞ্জন । দলীয় নেতা- কর্মী সহ ভোটারেরা ভাবছেন আওয়ামী লীগ থেকে ও বিএনপি থেকে কে পাচ্ছেন মেয়র পদে মনোনয়ন । আর মেয়র পদে যারা মনোনয়নের জন্য নির্বাচনীয় মাঠে নেমে নিজ নিজ কর্মকাণ্ড তুলে ধরছেন দলীয় নেতা-কর্মীদের মাঝে ।
দলীয় মনোনয়ন পেয়ে মেয়র হয়ে পৌরসভা এলাকায় রাস্তা নির্মাণ সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা । আর ভোটাররা বলেছেন আমরা সৎ ও যোগ্য মেয়র পদপ্রার্থীকে আমাদের ভোট দিবো । আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনীয় মাঠে নেমেছে তারা, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, নাটোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউর রহমান বদর, আওয়ামীলীগের নেতা ও লালপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, নেতা শফিউল আলম, গোপালপুর নেমেছেপৌরসভা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, নাটোর জেলা তাঁতীলীগের নেতা প্রভাষক ইকবাল হোসেন রিপন, আওয়ামী লীগের নেতা বিজয় সরকার, সাবেক ছাত্রলীগের নেতা মাসুদুর রহমান মাসুদ ।
অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে নির্বাচনীয় মাঠে নেমেছে বর্তমান মেয়র নজরুল ইসলাম মোলাম, থানা শ্রমিক দলের সভাপতি আসলাম হোসেন । এছাড়া সন্ত্রত প্রার্থী হিসেবে মেয়র পদে ভোট যুদ্ধে মাঠে নেমেছে নাটোর জেলা বিএনপির সাবেক নেতা ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মুঞ্জুরুল ইসলাম বিমল সহ চায়ের দোকান দার আবুল হান্নান এর নাম শুনা যাচ্ছে ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …