বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ নিরবাচন কমিশন ঘোষিত ডিসেম্বর নাগাদ যেসকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে-তার মধ্যে নলডাঙ্গা পৌরসভাও রয়েছে। ভোটের তফসিল ঘোষণা হবে যে কোন দিন। নাটোরের নলডাঙ্গাতে ভোটের আমেজ শুরু হয়ে গেছে বেশ আগে থেকেই। নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মেয়র পদে প্রার্থীর দৌঁড়ে রয়েছেন ৯ জন। দীর্ঘদিন ধরে তারা এলাকায় নানাভাবে গণসংযোগ, কুশল বিনিময় চা চক্র ও উঠান বৈঠক করছেন। গণসংযোগ গুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও। বেশির ভাগ প্রার্থী মেয়র পদে দলীয় টিকেট পেতে তৃণমূল থেকে দলের হাইকমান্ডের কাছে ধরনা দিচ্ছেন। বলতে গেলে এসব প্রার্থীরা মনোনয়নের জন্য এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন।
আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দৃষ্টি পেতে চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। কিছুদিন আগেও চার পাঁচ জন প্রার্থী থাকলেও তা গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৯ জনে। তবে প্রত্যেক প্রার্থী একটি জায়গাতে একমত হয়েছেন যে দলীয় সিদ্ধান্ত মেনে নিবেন সবাই।
নলডাঙ্গা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন – পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, নাটোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী মন্ডল, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ সাইফুল ইসলামের ছোট ভাই মুক্তিযোদ্ধা নজমুল করিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী।
আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী সংখ্যা বাড়লেও সব প্রার্থী কিন্তু সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ভোটের মাঠে। সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত ইমেজের কারণে হাতে গোনা মাত্র কয়েকজন প্রার্থী ভোটের মাঠে জনপ্রিয়তায় রয়েছেন।
এসব প্রার্থীদের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস। তৃণমূলে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝেও সমান জনপ্রিয়তা তাদের। বাকিরাও যে যার মতো ভাল অবস্থানে রয়েছেন বলে দাবি করেছেন তাদের সমর্থকরা। মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছেন বেশির ভাগ প্রার্থী আবার কেউ তাকিয়ে আছেন দলীয় সিদ্ধান্তের দিকে। তবে চা ষ্টল থেকে সর্বত্র যে নামটি বেশি শোনা যাচ্ছে সেটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নাম।
মনিরের পিতা নলডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র শফি উদ্দিন মন্ডল দীর্ঘ দিন অসুস্থ্য থাকায় ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে পৌরসভার কার্যক্রম। বাবার অসমাপ্ত কাজ করার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়ে গণসংযোগ করছেন মনির। তবে আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই বাবার সঙ্গ পেয়েছেন রাজনীতির মাঠে। ক্লিন ইমেজ হিসেবে মনিরের নাম বেশি শোনা যাচ্ছে পৌরবাসীর মুখে।
ভোটের তাপ বাড়াতে মনিরের পরেই আছেন পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস। তিনিও বিভিন্ন স্থানে গনসংযোগ করছেন। চেষ্টা করছেন ভোটারদের আস্থা অর্জনের। পিয়াস পৌরসভার ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান গত কয়েকদিন হলো শুরু করেছেন নিজের পক্ষে প্রচারণা।
এদিকে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থী বলে প্রচার করছেন। পোষ্টার ব্যানার থাকলেও অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মাঠে তেমন একটা দেখা যাচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনে নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট দেবেন ৮ হাজার ৬২৫জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৪২৩০জন আর নারী ভোটার ৪৩৯৫ জন। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট নয়টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভোট গ্রহণের মত সব রকম প্রস্তুতি আমাদের রয়েছে। তফসিল ঘোষণার অপেক্ষাতে আমরা রয়েছি। তফসিল ঘোষণা হলেই আমরা সে অনুযায়ী কার্যক্রম শুরু করব।