নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বৃহস্পতিবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস কর্মচারী ইউনিয়নের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শ্রমিক নেতা আনোয়ার হোসেন শাজাহান আলী মাসুদ রানা সেন্টু প্রমূখ।মতবিনিময় সভায় শ্রমিক কর্মচারী এবং আখ চাষীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর অক্টোবর মাসে মিলের আখ মাড়াই এবং উৎপাদন শুরু হলেও এবার নভেম্বর মাস শেষ হতে চললেও মিল চালু করা হয়নি। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে জানান তারা। গতবছরের অনেক কৃষক এখনো পর্যন্ত তাদের পাওনা টাকা বুঝে পাননি। আবার মিলের কর্মচারীদের বেতন-ভাতা ও বাকি রয়েছে। এমতাবস্থায় সকল সংকট কাটিয়ে দ্রুত মিলে আখ মাড়াই শুরু করার জন্য সুগার মিলস কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …