সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

লালপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আগুনে পুড়ে জাহিদ হাসান (১১) নামের এক  প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পানসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সে ঐ গ্রামের মৃত শয়কত হোসেনর পুত্র। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের মৃত  শয়কত হোসেনর বাড়ীতে হঠাৎ আগুন জ্বলে উঠতে দেখে তার পরিবারের সদস্যরা সহ স্থানীয় লোকজন। আগুন দেখে লালপুরের গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘরে থাকা প্রতিবন্ধী শিশু জাহিদের আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি সেলিম রেজা ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …