রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / ছোট্ট শিশুর শখ পূরণ করলেন মেয়র উমা চৌধুরী

ছোট্ট শিশুর শখ পূরণ করলেন মেয়র উমা চৌধুরী

বিশেষ প্রতিবেদক:
১ নং ওয়ার্ডের কালুর মোড়ের ছোট্ট শিশু স্বপন। তার খুব শখ সে মাঠে ফুটবল নিয়ে দৌড়াবে, খেলবে সবার সাথে। কিন্তু ফুটবল না থাকায় তার শখ পূরণ হচ্ছিল না, এসময় নাটোর পৌর মেয়র উমা চৌধুরী ছোট্ট স্বপনের শখের কথা জানতে পেরে তাকে ডেকে নিয়ে এসে নিজ বাসভবনে একটি ফুটবল উপহার করে, যেন সে নিজের ইচ্ছামত সবার সাথে খেলতে পারে কোনো বাধা বিপত্তি ছাড়া।

এসময় মেয়র বলেন তরুণ সমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাদের ভালো অভ্যাস এর চর্চার জন্য এ ধরনের উপহার সামগ্রীর বিতরণ অব্যাহত থাকবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …