নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ে বাঁশের তৈরি ঢাকী কুলার বিক্রয় বেড়েছে

ঠাকুরগাঁওয়ে বাঁশের তৈরি ঢাকী কুলার বিক্রয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ৫ টি উপজেলার বিভিন্ন হাট বাজারে বাঁশের তৈরি ঢাকী, কুলার বিক্রয় বৃদ্ধি পেয়েছে। জেলার শিবগঞ্জ, নেকমরদ, কাতিহার, লাহিড়ী, জাদুরানী, জাবরহাট, নাশিবগঞ্জ বাজারসহ, বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে।

জানা যায়, প্রতি বছর আমন ধান কাটার সময় কৃষকেরা ঢাকী, কুলা ক্রয় করে থাকে। আর এসব ঢাকী, কুলা ধান তুলতে ও ধান পরিষ্কার করতে ব্যবহার করে থাকে।

এ বিষয়ে পীরগঞ্জ কলেজ হাটে রমাকান্ত রায়ের সাথে কথা হলে জানায়, আমি প্রতি বছর ধান কাটার সময় নতুন ঢাকী, কুলা কিনে থাকি। এসব ধান মাড়াই করে বস্তুা করতে প্রয়োজন হয়।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …