সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নাটোরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের করোটা এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রনি খাতুন। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান চালান ওই এলাকায়।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি রনি খাতুন জানান, বর- সাইদুল, পিত-আঃ মান্নান, সাং- নলবাতা এর সাথে কনে- ইতি খাতুন, পিতা- হোসেন প্রাং, সাং- করোটা এর বিয়ে হচ্ছে যারা অপ্রাপ্তবয়স্ক। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে উভয় পরিবারের কাছে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা গ্রহণ করে বিয়ে টি বন্ধ করা হয়।

তবে এ বিষয়ে কোনো পক্ষকেই জরিমানা করা হয়নি বলেও জানান তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …