নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মঙ্গলবার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এর উদ্বোধন করেন। জিওবি, বিশ্বব্যাংক-এআইআইবি যৌথভাবে ৯ কোটি ৮২ রাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এরফলে পৌরবাসীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হবে।
বড়াইগ্রাম পৌর মাঠে মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি স্থাণীয় সংসদ সদস্য আধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউএনও জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শামীম আহমেদ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, উপসহকারী প্রকৌশলী মুনজুর মোর্শেদ, পৌর সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ প্রমূখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …