নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া থেকে ইয়াবা সহ জয়নাল আবেদীন(২২) ও ওমর ফারুক(২০) নামে ২ যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চৌগ্রাম মাছ বাজার থেকে তাদের ১৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। জয়নাল আবেদীন(২২) উপজেলার সাত পুকুরিয়া গ্রামের মৃত নুরুজ্জামান এর ছেলে ও ওমর ফারুক(২০) পেট্রোবাংলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক বার্তা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশন দল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চৌগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ১৯৫ পিস ইয়াবাসহ জয়নাল আবেদিন এবং ওমর ফারুককে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ইয়াবা সংরক্ষণ এবং বিক্রিয়ের কথা জনসমক্ষে শিকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …