“ কান্দায় বারে বার “
যার-তার সাথে করলে পিরিত কান্দায় বারে বারে।
পিরিতি কি আজব খেলা রে?
বেশি পিরিত করলে পরে
আপন মানুষ যায় দূরে সরে
পিরিতি কি আজব খেলা রে!
যার তার সাথে করলে
পিরিত কান্দায় বারে বারে।
মুখে বলে ভালোবাসি অন্তরে অন্য হাসি
এমন সম্পর্ক পথ পেরিয়ে যায় না দূরে খুব বেশি,
জলের সাথে কাদার পিরিত
কাদার পিরিতে জল
ভুল মানুষে করলে পিরিত,
জীবন রসাতল।
পিরিত বড়ই মিঠা – তিক্ত বিরহের ফল।
ভুল প্রেমেতে সবই যে হয় বিফল।
যার-তার সাথে করলে পিরিত কান্দায় বারে বারে।
পিরিতি কি আজব খেলা রে?
অগ্নি প্রেমে লোহা গলে রাত্রি প্রেমে সূর্যটাও পশ্চিমেতে যায় যে ঢলে
ভুল মানুষে করলে পিরিত জীবন যে যায় রসাতলে।
যার-তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে।
লেখক: সাইফুদ্দিন শেখ ফাহিম