রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে কানাইখালি নিজ বাসভবনের অফিস কক্ষে এই চেক বিতরণ করেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। প্রকৃতভাবে অসহায় দুস্থ এবং অসুস্থ ১৮ জন ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন।

সর্বমোট ৬ লক্ষ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। এখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০হাজার ২০টাকার অনুদান বিতরণ করেন তিনি। সংরক্ষিত সংসদ সদস্যের সুপারিশক্রমে প্রকৃত অসহায়, দুঃস্থ ও শারীরিকভাবে অসুস্থ ব্যাক্তিদের মাঝে আবেদনপত্রের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে এককালীন আর্থিক সাহায্যের চেক নিম্ন-বর্ণিত ব্যক্তিদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

১. মোছাঃ হোসনে আরা, পিতা: মোঃ হোসনে শাহ- ২০,০০০/- ২. মোছাঃ শিউলী বেগম, পিতা- মোঃ ইউনুস আলী- ২০,০০০/- ৩. মোছাঃ ছাবিনা বেগম, পিতা: ছোবহান মোল্লা- ২০,০০০/- ৪. গোলাম মোস্তফা – ৩০,০০০/- ৫. রাবেয়া বেগম, পিতা: আবেদ আলী মৃধা- ৩০,০০০/- ৬. আছমা বেগম, পিতা: মোঃ মুক্তার হোসেন-৩০,০০০/- ৭. রবিউল ইসলাম, পিতা: মোবারক আলী বিশ্বাস-৩০,০০০/- ৮. মোঃ আব্দুল্লাহ, পিতা: মৃত আব্দুর রহমান- ৩০,০০০/- ৯. মোঃ বদরুল ইসলাম, পিতা: প্রলাদ শাহ- ৩০,০০০/- ১০. মোছাঃ নাজমা, পিতা: আক্কাস আলী- ৩০,০০০/- ১১. মোঃ রাজা বিশ্বাস, পিতা: মোবারক আলী বিশ্বাস- ৩০,০০০/- ১২. মোঃ আব্দুর মান্নান প্রামানিক, পিতা: খোদা বকস প্রামানিক- ৩০,০০০/- ১৩. মোঃ লাইলী বেগম, পিতা: খন্দকার নুর মোহাম্মদ -৩০,০০০/- ১৪. এ বি এম খাইরুল ইসলাম, পিতা: মৃত শওকত আলী সরকার- ৫০,০০০/- ১৫. মোছাঃ মিনা বেগম, পিতা: বাবুল শেখ- ৫০,০০০/- ১৬. হোসনিয়ারা খাতুন জেবা, পিতা: মোঃ আব্দুল জব্বার- ৫০,০০০/- ১৭. মোছাঃ ফাতিমা খাতুন, পিতা: মকবুল হোসেন- ৫০,০০০/- ১৮. মোঃ আব্দুস সালাম মন্ডল, পিতা: শফি উদ্দিন মন্ডল-৫০,০০০/-

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …