নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে বাসের ধাক্কায় নিহত হয়েছে সাইকেল আরোহী। ১৫ নভেম্বর রবিবার সকালে ঈশ্বরদী পাবনা সড়কে হারুখালি মাঠ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মজিবুর রহমান (৪৯) নামক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর মীরকামারী মাথাল পাড়া গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে পাবনাগামী একটি লোকাল বাস উক্ত স্থানে সাইকেল আরোহী মজিবুর রহমানকে পিছন থেকে স্ব-জোড়ে ধাক্কা দিলে সাইকেল থেকে পরে গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মজিবুর পেশায় একজন কাঁঠ ব্যবসায়ী।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসলেও ঘাতক বাস ও চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …