সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শ্রী শ্রী নাটোরেশ্বরী দক্ষিণাশ্যামা কালীমাতা‌‌ কালীমাতার পূজার শুভ সূচনা

শ্রী শ্রী নাটোরেশ্বরী দক্ষিণাশ্যামা কালীমাতা‌‌ কালীমাতার পূজার শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক:
শ্রী শ্রী নাটোরেশ্বরী দক্ষিণাশ্যামা কালীমাতা‌‌ ও বড় তরফে আনন্দময়ী কালীমাতার পূজার শুভ সূচনা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ীতে এই পূজার শুভ উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী।

মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রাত: স্মরনীয়া অর্ধবঙ্গেশ্বরীর নাটোর রাজবাড়ীতে (ছোট তরফ) রীঁ শ্রী শ্রী নাটোরেশ্বরী দক্ষিণাশ্যামা কালীমাতা‌‌ ও বড় তরফে আনন্দময়ী কালীমাতার পূজার শুভ সূচনা করার সময় সাথে উপস্থিত জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার।

উল্লেখ্য আজ থেকে শুরু হয়ে পরবর্তী সাত দিন পর্যন্ত শ্রী শ্রী নাটোরেশ্বরী দক্ষিণাশ্যামা কালীমাতা‌‌র পূজা চলমান থাকবে। প্রতি বছরই এই সাতদিন বহু ভক্ত-অনুরাগীদের সমাগম ঘটে থাকে এই পূজায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …