রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে সোনাপুর যুবসংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে সোনাপুর যুবসংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর যুব সংঘ আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২০এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ, নাজমুল হক, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স স‍্যানেটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়া দলিল লেখক সমিতির  সভাপতি আরশেদ আলী, বাগাতিপাড়া উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, বাগাতিপাড়া উপজেলা যুবলীগ সভাপতি নাসিম আহমেদ, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান বিদ‍্যুত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দয়ারামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মোকাদ্দেছ আলী।

এর আগে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। 
শহিদুল ইসলাম বকুল এমপি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, তা নষ্ট হতে দেয়া যাবে না। ক্রীড়া চর্চার মাধ্যমে একদিকে সুস্থ শরীর-মন ও অপরদিকে নানারকম অনৈতিক প্রবৃতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …