নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
৭ নং লালোর ইউনিয়ন নগরমাঝগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন এর পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য রাজশাহী এবং ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসেন বাড়িতে। আর কোন উপায় না পেয়ে অসহায় অবস্থায় বাড়িতে বসে বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে হোমিও চিকিৎসা নিচ্ছিলেন।
তখনই প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিফা জেসমিন কণিকার নজরে পরে আনোয়ার এর অসহায়ত্বের কথা। তার পর থেকেই ভাগ্য সুপ্রসন্ন হয় তার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডবোকেট জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় ও প্রতিমন্ত্রীর সহধর্মিনী আরিফা জেসমিন কণিকার সার্বিক সহযোগিতায় আনোয়ার হোসেন এখন বঙ্গবন্ধু শেখ মুজিব ( পিজি) মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আনোয়ার এবং তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার সুচিকিৎসার জন্য এবং দোয়া, ভালবাসা,কৃতজ্ঞতা জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক ও তার সুযোগ্য সহধর্মিণী আরিফা জেসমিন কণিকার জন্য।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …