শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / পল্লীশ্রীর পরিস্কার পরিছন্নতা অভিযান -২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন

পল্লীশ্রীর পরিস্কার পরিছন্নতা অভিযান -২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ এ “ঘর থেকে শুরু করি,নিদিষ্ঠ স্থানে বর্জ্য ফেলি,পরিছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ি ” স্লোগানকে সামনে রেখে কোভিড -১৯ এ দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করে পরিছন্ন ক্লাসরুম ও শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের উপযোগী করতে পল্লীশ্রী উন্নয়ন সংস্থা শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করা অভিযান।

১২ ই নভেম্বর বৃহস্পতিবার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে সংস্থাটি তাদের এ অভিযান শুরু করেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর সোলায়মান আলী, স্কুলের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার সহ স্কুলের সহকারী শিক্ষকগণ, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সদস্য সুমন কুমার,নির্মল কুমার,অপু কুমার ঘোষ,লেমন কুমার, সুজন কুমার,আরিফ আলী সহ অনন্য সদস্য ও স্কুলের স্কাউট সদস্যরা। সকাল ১০ টায় জাতীয় পতাকা উওোলনের মাধ্যমে অভিযান শুরু হয়। পরে পল্লীশ্রী সদস্য ও স্কাউট সদস্য সহ সকলকে সঙ্গে নিয়ে পল্লীশ্রী উন্নয়ন সংস্থা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

এসময় উপস্থিত সকলে স্কুল মাঠ সহ সকল ক্লাসরুম পরিস্কার করেন এবং সেটাকে পাঠদানের উপযোগি করে তুলেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …