নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে বাঁশের বানা ও নেটজাল ফাঁকা করে শহিদুল ইসলামের পুকুরের মাছ পাচার করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি বাবলুর বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) ভুক্তভোগি পুকুর মালিক শহিদুল ইসলাম এ ব্যাপারে গুরুদাসপুর থানায় বাদী হয়ে বাবলু, শামীমসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের উত্তরাংশের পুকুরের মালিক মৃত সায়েতুল্লার ছেলে বাবলু প্রামাণিক এবং দক্ষিণাংশের পুকুরের মালিক শহিদুল ইসলাম। তাদের পুকুরকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির একপর্যায়ে বাবলু মোটা অংকের টাকার আশায় শহিদুল ও তার ছেলে আশরাফের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন। অপরদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে শহিদুলের পুকুরের মাছ বাবলুর পুকুরে পাচার নেওয়ায় বাবলুসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। গত ২৬ অক্টোবর শহিদুল ইসলামের বিরুদ্ধেও এরকম একটি অভিযোগ দায়ের করেন বাবলু। এবার বাবলুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিলেন শহিদুল।
গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …