বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পুলিশি বাধার মধ্যেও ফ্রান্সবিরোধী পথসভা

গুরুদাসপুরে পুলিশি বাধার মধ্যেও ফ্রান্সবিরোধী পথসভা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানে নাটোরের গুরুদাসপুর উপজেলার উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বুধবার সকাল ৯টায় চাঁচকৈড় মারকাজ মসজিদের সামনে থেকে ওই শোভাযাত্রা বের হয়। উপজেলার মশিন্দা থেকে ধারাবারিষা ইউনিয়নে পৌঁছতেই পুলিশি বাধায় সিধুলীর স্কুলমাঠে পথসভার মধ্যদিয়ে শেষ হয় এই ফ্রান্স বিরোধী কর্মসূচি।

মহনবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স বিরোধী শ্লোগানে মাওলানা আলী আজগারের সভাপতিত্বে ওই পথসভায় ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মুফতি মাওলানা জামীল আহাম্মাদ, হাফেজ মাওলানা মুহাম্মাদ উল্লাহ, হাফেজ ফরিদ উদ্দিন, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা এমদাদুল হক, শহীদুল ইসলাম মুন্সী প্রমূখ।

এর আগে গত শুক্রবার বাদ জুম্মা ফ্রান্সবিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ করে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …