নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড ২০২০ লাভ করেছেন। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার উপজেলার দয়ারামপুরে নারী ভাইস চেয়ারম্যান খোদিজা বেগমের নিজ বাড়িতে এ সম্মাননা স্মারক পৌঁছে দেয়া হয়। সড়ক দূর্ঘটনায় তিনি আহত হয়ে অসুস্থ থাকায় তাকে এ সম্মাননা স্মারক বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে। সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী সৈয়দ দিদার বক্স প্রধান অতিথি থেকে গত ৬ নভেম্বর ঢাকার প্রেস কাউন্সিল মিলনায়তনে বিপ্লবী জনতার ব্যানারে গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানের বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড প্রদান করেন।
এর আগেও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ এবং সংগ্রামী সফল নারী অ্যাওয়ার্ড ২০২০ লাভ করেন। তিনি উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও উপজেলা পরিষদ স্থায়ী কমিটির সভাপতি। খোদিজা বেগম শাপলা জানান, দীর্ঘদিন যাবৎ সমাজের হত দরিদ্র, নিম্নবিত্ত এবং অসহায় মানুষের কল্যাণে তিনি কাজ করছেন।
এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সময়কালে তিনি ব্যাক্তি উদ্যোগে নিজ অর্থায়নে বাগাতিপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বিভিন্ন সময় তিনি নগদ অর্থ, খাদ্য সামগ্রীসহ বাসস্থান নির্মাণের জন্য উপকরণ দিয়ে সহযোগিতা করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন বাগাতিপাড়ার নারী ভাইস চেয়ারম্যান শাপলা
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …