বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষী গ্রেপ্তার

নন্দীগ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষী গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ই নভেম্বর রাত আনুমানিক ৮ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর গ্রামের চাঁন মিয়ার ছেলে ফেরদৌস আলম (৪৫) এর বাড়ির ভিতর থেকে ১০ ও ৭ ফুট লম্বা ২ টি গাঁজার গাছ উদ্ধার করে।

সেই সাথে গাঁজা চাষী ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে কৌশলে বাড়ির ভিতরে গাঁজার চাষ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার গাঁজা চাষের বিষয়টি জানতে পারে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৯ই নভেম্বর পুলিশ গ্রেপ্তারকৃত ফেরদৌস আলমকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …