রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালুঘু এলাকায় আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও সংখ্যালুঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালুঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই গণ অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখা ও জেলার সকল হিন্দু সংগঠন ।

মানববন্ধন চলাকালে দেশব্যাপী সংখ্যালুঘুদের উপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সংখ্যালুঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালুঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালুঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান সরকারের কাছে।’

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য কমল ত্রিবেদী ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল এবং চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …