নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

বড়াইগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষীকোল বাজারের মাহিন কমপ্লেক্সে কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংক চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক নুর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে কুমারখালী ইসলামিয়া আহম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ, সমাজসেবক ডিএম আলম ও প্রভাষক আব্দুর রউফ, ইসলামী আলোচক মাওলানা জিল্লুর রহমান, ব্যবসায়ী ঈমান আলী ও ওসমান গণিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন।

আরও দেখুন

লালপুরে এক যুগ পরে যুবলীগ ইউনিয়ন শাখা’র ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।  সভাপতি রাজিব /সেক্রেটারি আরিফ

নিজস্ব প্রতিবেদক, ইউসুফ হুসাইন লালপুর (নাটোর ) নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন শাখায় দীর্ঘ ১যুগ …