সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জামাত আলীর দাফন সম্পন্ন

বড়াইগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জামাত আলীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা জামাত আলী (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। জামাত আলী উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে কালিকাপুর বেড়পাড়া মসজিদ মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি তাঁর শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …