সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শহীদের আত্মার মাগফিরাত কামনায় নীরাবতা পালন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সবশেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এইসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …