সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় জেলহত্যা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় জেলহত্যা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বাঙ্গালী জাতির ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর শোকাবহ জেল হত্যা দিবস স্মরণে নাটোরের বাগাতিপাড়ায় পৌর আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলা জিমনেসিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনূস আলী, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, যুবলীগ সভাপতি নাসিম মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে হত্যাকান্ড বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এই ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংশের অপচেষ্টা চালিয়েছিল।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …