সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / সড়কে ঝরল ছেলের প্রাণ, মায়ের অবস্থা গুরুতর

সড়কে ঝরল ছেলের প্রাণ, মায়ের অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদক:
মা-ছেলে ছিলেন মোটরসাইকেল আরোহী। একটি ট্রলির ধাক্কায় দুজনে ছিটকে পড়েন সড়কে। নাটোরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক জন। হতাহতরা সম্পর্কে মা-ছেলে।  

সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মকুল আলী মণ্ডল। তার মা ৬০ বছর বয়সী মিনা বেগমকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রেজওয়ানুল ইসলাম জানান, মা-ছেলে দুজনই স্থানীয় প্রাণ অ্যাগ্রো কারখানায় কাজ করতেন। শিফট শেষে মোটরসাইকেলে মাকে নিয়ে সদরের রুয়ের ভাগ গ্রামে ফিরছিলেন মুকুল আলী। ডাকমারা গোরস্থান এলাকায় একটি ট্রলি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা-ছেলে ছিটকে পড়েন।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …