নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জেলহত্যা দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবশেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …