সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন

ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএমে আর সম্পন্ন করা হবে ৫টি ধাপে। এবার ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গণপ্রতিনিধিত্ব আদেশে সামান্য সংশোধন আনা হচ্ছে বলেও এসময় জানান তিনি।

বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৯১টি। এগুলোর মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচনের মেয়াদ শেষ হবে ২৩৫ পৌরসভার; এপ্রিলের মধ্যে শেষ হবে ৫৬ পৌরসভার। সীমানা জটিলতা ও মামলাজনিত কারণে আপাতত নির্বাচন হচ্ছে না ৩৮ পৌরসভায়।

পৌরসভা আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে ভোট নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দুই শতাধিক পৌরসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্চের মধ্যে আরও কিছু পৌরসভার মেয়াদ শেষ হবে। সেই হিসাবে নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মধ্যে এ সব পৌরসভায় ভোট করতে হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …