বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার ইয়ারপুর খালে অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করেছে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন। নদীর পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে (০২ নভেম্বর ) সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সুঁতিজাল অপসারণ করে, সুঁতিজালে ব্যবহৃত সামগ্রী পুড়িয়ে দেয়া হয়।
এ সময় ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে সুঁতিজালের বাঁধ অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …