নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈর একালায় মেয়েকে বাল্য বিবাহ দিয়েছেন আশরাফুল ইসলাম। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন এর নিকট এমন তথ্য আসলে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও বিবাহ সম্পাদনকারী কাজী আব্দুল লতিফকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় মেয়ের বাবা খামারনাচকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশরাফুল ইসলামকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে উত্তর নাড়িবাড়ি এলাকার মৃত কেফাত এর ছেলে অসুস্থ কাজী আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন উপজেলার মামুদপুর একলার আয়নাল ও নাজিরপুর এলাকার সাইদুল তাদের ছেলে ও মেয়েকে বিবাহ দিয়েছেন কিন্তু ছেলে বা মেয়ে কারও বিয়ের বয়স হয় নি এমন তথ্যের ভিত্তিতে উভয়কেই আটক করা হয়। অপরাধ স্বীকার করায় উপজেলার মামুদপুর গ্রামের আক্কাস মৃধার ছেলে আয়নাল, সাং- মামুদপুর কে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও নাজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাইদুল ইসলাম নাজিরপুরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উভয় বিবাহের ক্ষেত্রেই মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তারা বাবার বাড়িতেই থাকবেন মর্মে সকলের নিকট মুচলেকা নেয়া হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু রাসেল। মোবাইল কোর্ট কে সহযোগিতা করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলার কর্মচারীগণকে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।