রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে জাতীয় যুব দিবস পালন

লালপুরে জাতীয় যুব দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, চেক বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিন পালন কর হয়েছে। রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদের মিলায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা র্নিবাহী অফিসার উম্মুল বানীন দ্যূতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো- অডিনেটর শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আ.স.ম. মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।

অনুষ্ঠানে ৭ জন যুব প্রশিক্ষণার্থীর মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটি র‌্যালী বের করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …