রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

বড়াইগ্রামে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ‘মুজিব বর্ষের আহ্বাান, যুব কর্মসংস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা হলরুমে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল আহমেদের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় যুব-যুবাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ যুব-যুবাদের মাঝে সনদপত্র এবং ২৮ জনকে ১২লক্ষ ৬০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …