রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নাটোরে ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার আয়োজনে মহানবী রাসুল (রা:) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে জুম্মার নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা সমবেত হয় কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হন। সেখানে সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার নেতৃবৃন্দ ।

সেখানে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন সহ সরকারের কাছে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস তুলে দেয়ার দাবি জানানো হয়। সমাবেশে মুহাদ্দিস মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তারা রাসুল (সা:) সহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সম্মিলিত ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ হবের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …