সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ইটভাটা মালিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নাটোরে ইটভাটা মালিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাটোর সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

সমিতির সহ-সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টনের পরিচালনায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আশফাকুল ইসলাম, গোলাম সারোয়ার, আব্দুল আজিজ, আবু বক্কর সিদ্দিক পলাশ ও জয়নাল আবেদীন।

এসময় ইট প্রস্তুতকারী মালিকরা ২০২০-২০২১ অর্থ বছরে সরকারি নিয়ম-কানুন মেনে ইটভাটা পরিচালনা করার অঙ্গীকার করেন এবং জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …