নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা চত্বরের আমবাগানে উপজেলা প্রশাসন আয়োজিত ওই উঠান বৈঠকের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাপজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ.মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ। এসময় বক্তরা বলেন,সামাজিক দ্বায়বদ্ধ থেকে সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ। তাই সমাজিক ভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
এসময় গুরুদাসপুর,উপজেলা ট্যাংক লরী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদ সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ ও নারী সংগঠনের নারীবৃন্দ।
আরও দেখুন
নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …