সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রয়াত আব্দুল জলিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

বড়াইগ্রামে প্রয়াত আব্দুল জলিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:  নাটোরের বড়াইগ্রামে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মৌখাড়া বাজার প্রাঙ্গনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র ও বনপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি কে এম জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন প্রয়াত জলিল প্রামানিক দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন।মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন আর সেজন্য তিনি জালিল ভাই থেকে জলিল নেতা নামে সর্বত্র পরিচিত হয়ে উঠেছিলেন।জলিল প্রামানিকের স্মরণে বড়াইগ্রাম পৌরসভায় একটি স্থাপনা ও রাস্তার নাম করণ করার আহ্বানও জানান বক্তারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …