সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / রাজনৈতিক / ঘৃণিত বলেই বিয়ের জন্য মেয়ে পান না: ফখরুলকে হানিফ

ঘৃণিত বলেই বিয়ের জন্য মেয়ে পান না: ফখরুলকে হানিফ

নিউজ ডেস্ক:
ফখরুল বলেছিলেন, ‘১০ বছর ধরে আমরা হয়রানির শিকার হচ্ছি। এখন এমন হয়েছে, সামাজিকভাবে সম্পর্ক তৈরিতেও আওয়ামী লীগ-বিএনপি দেখা হচ্ছে। ছেলে বিএনপি করে শুনলে মেয়ে বিয়েও দেয়া হচ্ছে না। এখানে ভালো কিছু আশা করা অসম্ভব’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি ‘ঘৃণিত’ বলেই তাদের দলের লোকদের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না।

ছেলে বিএনপি করলে কেউ মেয়ে দেয় না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় হানিফ এ কথা বলেন।

শনিবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ক্ষমতাসীন দলের নেতা।

তিন দিন আগে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময়ে বিএনপি মহাসচিব তার দলের দুর্দশা তুলে ধরতে গিয়ে ছেলে বিয়ে দিতে না পারার আক্ষেপের কথা বলেন।

ফখরুল সেদিন বলেন, ‘১০ বছর ধরে আমরা হয়রানির শিকার হচ্ছি। এখন এমন হয়েছে, সামাজিকভাবে সম্পর্ক তৈরিতেও আওয়ামী লীগ-বিএনপি দেখা হচ্ছে। ছেলে বিএনপি করে শুনলে মেয়ে বিয়েও দেয়া হচ্ছে না। এখানে ভালো কিছু আশা করা অসম্ভব।’

জবাবে হানিফ বলেন, ‘বিএনপির এখন এতই দৈন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না।

‘বিএনপির কর্মকাণ্ডের কারণেই তারা সমাজে অগ্রহণযোগ্য ও ঘৃণিত হয়ে গেছে। চরম হতাশায় পড়ে তারা নানা সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছে।’

টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদ বিক্রি হয় বলে ফখরুলের অভিযোগেরও জবাব দেন হানিফ। বলেন, ‘আওয়ামী লীগ কখনও দলীয় পদ কেনাবেচার রাজনীতি করে না। এটা বিএনপির কাজ। এই অভ্যাস তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন, তখন বিভিন্ন দল ভেঙে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনাবেচা করেছিলেন।’

হানিফ বক্তব্য রাখছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাব আয়োজিত অনুষ্ঠানে। রোটারিয়ান অজয় সুরেকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক নুরুন-নাহার বেগম, জেলা বিএমএর সভাপতি মুস্তানজিদ বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …