শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় শ্রমিককে পিটিয়ে জখম

পুঠিয়ায় শ্রমিককে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ‘ফায়ার ম্যানের’ মারপিটে আব্দুস সাত্তার নামের স্থানীয়
এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। তিনি পৌরসভার ১নং পালোপাড়া ওয়ার্ডের বাসিন্দা।

জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ৮নং কাঁঠালবাড়ীয়া ওয়ার্ডের অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন তাসের স্বর্ণকারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলো। ফায়ারম্যান মনিরুলের শিশু ছেলেকে রাজমিস্ত্রি তার গাঁথুনির সুতাটি টান করে ধরতে বললে শিশুটির বাবা মনিরুল রাজমিস্ত্রি আব্দুস সাত্তারকে বেধরক পেটায়। মারপিটে রাজমিস্ত্রির হাত ও মুখে গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিস্ত্রির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে ফায়ারম্যান মনিরুরের অভিযোগ, তার শিশু ছেলের সাথে রাজমিস্ত্রি অনৈতিক কাজ করায় তাকে মারধোর করেছে। তবে ফায়ারম্যানের এ অভিযোগ সম্পূর্ন্য মিথ্যা বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। রাজমিস্ত্রিকে মারধরের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আনিছুর রহমান জানান, বিষয়টি আমরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …