নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার সোনাপাতিল মহল্লায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপাতিল মহল্লার মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে ওমর আলী সরকার রাতে কলাপসিবল গেটে (কাঁচি গেট) তালা দিয়ে বাড়ির ভেতরে দুটি মোটরসাইকেল রেখে পরিবারের সবাই ঘুমিয়ে যান। এদিন ভোর রাতের কোন এক সময় বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ডিসকভার ১২৫ সিসি ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি যায়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নাটোর হ-১২-৬৯০৫। এ ঘটনায় অজ্ঞাতনামার বিরুদ্ধে ওমর আলী সরকার বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ওসি নাজমুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …