নিজস্ব প্রতিবেদক, লালপুর:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের লালপুরে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কেন্দ্রীয় মন্দির ঠাকুর বাড়ি প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষেদ লালপুর উপজেলা শাখার সবাপতি স্বপন কুমার ভদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু।
এই বস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ইসাহাক আলী জানান, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ। এখানে ঈদ-পূজা সকল উৎসবই সর্বজনীন। এখানে কোন ভেদাভেদ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জন্যেই বিশ্ব শান্তির দূত হিসেবে পরিচিত। তিনি সমাজের বিত্তবান মানুষদের এই করোনাকালে দরিদ্র মানুষ সেবায় এগিয়ে আসতে আহ্বান জানান ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …