রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দরিদ্র নারীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করলেন মেয়র জলি

নাটোরে দরিদ্র নারীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করলেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরে দরিদ্র নারীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করলেন মেয়র উমা চৌধুরী জলি। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে নিজস্ব তহবিল থেকে ৫ শত শাড়ী ও নগদ ৬০ হাজার টাকা বিতরণ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এবারো তিনি পূজার প্রথম দিনে এই বিতরণ কর্মসূচী হাতে নেন।

শাড়ি ও নগদ অর্থ বিতরণকালে মেয়র জানান, পারিবারিক প্রথা অনুসারে প্রতিবার পূজায় সাধারণ মানুষের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতেই এই কর্মসূচী বলে জানান তিনি।

তিনি আরো জানান, আমার বাবা প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করে বলতেন, পূজায় অযথা ব্যয় বন্ধ করে তা দিয়ে দুস্থ মানুষের সেবায় ব্যয় কর। তিনি সমাজের বিত্তবান মানুষদের আহ্বান জানান এই করোনাকালে অযথা ব্যয় না করে দরিদ্র মানুষ সেবায় এগিয়ে আসতে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …