সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / শারদীয় দুর্গোৎসবে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকছে

শারদীয় দুর্গোৎসবে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকছে

নিজস্ব প্রতিবেদক, হিলি:
সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি-রফতানি বন্ধ থাকছে। এদিকে বন্দর দিয়ে বানিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম থাকবে স্বাভাবিক। পাশাপাশি মহামারি করোনার কারনে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ থাকায় এবারের প্রতিমা দর্শনার্থীদের দু’দেশে যাতায়াত বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রফতানি সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে যথারিতি কার্যক্রম আবারও শুরু হবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া উয়িং সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম থাকবে স্বাভাবিক।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …